অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট :-
সাপোর্ট নাম্বার:- 01611-223631(হোয়াটসঅ্যাপ), 01611-223637, 09613202060 (সকাল ১০ টা -সন্ধ্যা ০৬ টা)।
সার্ভিস রিকোয়েস্ট ফর্ম: https://forms.gle/C1VPcLEz66muYL8q8
টেকনিক্যাল সাপোর্ট নাম্বার:-
01612-126100 (Whatsapp) (সকাল ১০ টা -রাত ১০ টা)।
Course Completion General Policy
১. নিয়মিত ক্লাস করতে হবে ,পর পর ৩ টি ক্লাস না করলে ভিডিও এক্সেস থাকবে না।
২. সর্বোচ্চ ৬ মাসের মধ্যেই কোর্স শেষ করতে হবে।
৩. ১/ ২ সপ্তাহ পর পর ডিসকাশন/ রিভিউ ক্লাস নেওয়া হবে প্রয়োজনের উপর ভিত্তি করে,হোয়াটসঅ্যাপ গ্রুপে সময় জানিয়ে দেওয়া হবে।
৪. ক্লাস রিলেটেড যেকোনো বিষয়ে সাহায্য পেতে স্টুডেন্ট সাপোর্ট এ যোগাযোগ করতে হবে। সাপোর্ট নাম্বার- 01612-126100 হোয়াটসঅ্যাপ)।
৫. কোনো কারনে কেউ যদি ৬ মাসের মধ্যে কোর্স শেষ করতে না পারে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে ,বিশেষ বিবেচনায় নিদিষ্ট পরিমাণ টাকা দিয়ে বাড়তি সময়ের জন্য আবেদন করা যেতে পারে (অনিয়মিত শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য নয়)।
৬. কোর্সের শেষের দিকে অন জব ট্রেনিং না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না। অনজব ট্রেইনিং সময়মতো জয়েন করতে হবে। এব্যাপারে অনজব ট্রেইনিং এর নোটিশে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যথাসময়ে।
Batch Shifting & Re-admission Policy
১. কোনো কোর্সের ১৫টি ক্লাস করার মধ্যেই কেউ যদি ব্যাচ পরিবর্তন করতে চায় তবে তাকে (১০০০ টাকা) প্রদান করতে হবে, তারপরেই ব্যাচ পরিবর্তন করতে পারবে।
২. যদি কেউ ১৫টি ক্লাস সম্পূর্ণ করার পর ক্লাস পরিবর্তন করে চায় তবে সে ক্লাস পরিবর্তন করার জন্য অনুমোদিত নয়।
৩. ব্যাচ চলমান আছে এমন অবস্থায় কেউ ভর্তি হতে চাইলে কোর্স ফি এর ১/৩ অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ টাকা পরিশোধ করতে হবে। (উদাহরণস্বরূপ, ১৫০০০ টাকার কোর্সে ভর্তি হতে গেলে তাকে ৫০০০ টাকা কোর্স ফি দিতে হবে।
৪. একটি ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি আবার সেই কোর্সটি পুনরায় করতে চায় তবে কোর্স ফি এর ১/২ অংশ অর্থাৎ অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। ( ১৫০০০ টাকার কোর্সের জন্য তাকে ৭৫০০ টাকা দিতে হবে)।
৫. কোর্স শুরু থেকে ১ বছর পূর্ন হওয়ার পর আর কোন বিশেষ সুবিধা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। যথারীতি রেগুলার ফি দিয়েই কোর্স এ অংশ নিতে হবে।
BATCH SHIFTING EMAIL:
to: caddcorebd@gmail.com
cc: hachnayen@gmail.com,maksuda.caddcore@gmail.com
—-কর্তৃপক্ষ যেকোন সময় পলিসিতে পরিবর্তন আনার সকল অধিকার রাখে।